বিদায়ী বছরের ৫৭৫ জনের প্রাণ কেড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের জানুয়ারিতে ১৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৬ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ১২ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১৪ জন, আগস্টে ৩০ জন, সেপ্টেম্বরে ৮৭ জন, অক্টোবরে ১৩৫ জন, নভেম্বরে ১৭৩ জন এবং ডিসেম্বরে ৮৭ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে। এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন। এরপরে যথাক্রমে নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন, ডিসেম্বরে ৯ হাজার ৭৪৫ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন এবং জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে মার্চে-৩১১ জন।