রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

চার মাসে ম্যাজিক কিছু করা যাবে না, ধৈর্য ধরতে বললে বিসিবিপ্রধান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

অনেকটা আচমকা বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। ক্ষমতার পট-পরিবর্তনে নাজমুল হাসান পাপন আত্মগোপনে গেলে তার শূন্যস্থান পূরণ করেন এই সাবেক অধিনায়ক। সব মিলিয়ে বিসিবিতে তার সময় চার মাসের কিছু বেশি। পঞ্জিকায় শুরু হয়েছে নতুন একটি বছর। গত চার মাসে কতটা সফল বর্তমান বিসিবিপ্রধান। নতুন বছরের পরিকল্পনায় বা কী?

এসব প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি গণমাধ্যমকে জানালেন, এত অল্প সময়ে জাদুকরি কিছু করা যাবে না। মেয়াদ শেষের আগে বড় কিছু পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটার প্রতিশ্রুতি তার।

 

২০২৪ সালে দল হিসেবে বাংলাদেশের অবস্থান নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘পরিসংখ্যান যদি দেখেন, এটা মিশ্র ছিল বছরটি। আমরা পাকিস্তানে দুটি টেস্টে জিতেছি, ভারতে দুটি হেরেছি। ওয়েস্ট ইন্ডিজে ১-১ হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় (দেশের) দুটি হোম সিরিজ হেরেছি। টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। সব মিলিয়ে মিশ্র ছিল।’

 

ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার কিছুদিন পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চান্দিকা হাথুরুসিংহেকে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয় সেদিনই। তবে ধারাবাহিক ফল পেতে সমর্থকদের ধৈর্য ধরতে বললেন সাবেক এই অধিনায়ক।

 

ফারুক আহমেদ বলেন, ‘আমরা যা-ই করি, ফলাফল ভিত্তিক অবশ্যই… তবে ফল পেতে চাইলে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার। প্রক্রিয়া ঠিক করতে পারলে যৌক্তিক ক্রমেই ফল আসবে। এজন্য ধৈর্য ধরতে হবে। আমার মাত্র চার মাস.. চার মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’

 

তিনি আরও বলেন, ‘তবে কিছু জিনিস… যেমন ক্রিকেটাররা যেমনই খেলুক, বোর্ড থেকে আমি সবাইকে বলেছি, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারও। আবার ক্রিকেটাররা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম তারা ফেইসবুকে স্ট্যাটাস দিত। এগুলা একটু কমেছে। সংগঠনের ভেতরে এই সমন্বয়টা খুব প্রয়োজন… কারণ, আমরা সবাই একসঙ্গে কাজ করি।’

 

ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের দায়িত্বের কথাও মনে করিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা, ক্রীড়া সাংবাদিক… সমালোচনা তো হবেই, করবেন। কিন্তু আমার কথা হলো, যদি এটা গঠনমূলক হয়, তাহলে আমাদের সংশোধন করতে সুবিধা হয়। কিন্তু (সমালোচনা) স্রেফ করার জন্য করলে আমরা এগোতে পারব না।’

 

বিসিবির পরবর্তী নির্বাচনের আগে যে কয়েক মাস সময় আছে, সেখানে বড় পরিকল্পনাগুলি নিয়ে কাজ করার কথা জানালেন ফারুক, ‘আমার যে যে পরিকলপনা মাথায় আছে, সবই যেন দেখতে পাই, মেয়াদ যে কদিন আছে… সম্ভবত আর সাত-আট মাস আসে। বড় পরিকল্পনাগুলো অন্তত শুরু করতে চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ