রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

চুয়াডাঙ্গা: সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস।

 

বুধবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমে এসেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। কিন্তু হিম বাতাসের কারণে রোদের প্রখরতা অনুভূত হচ্ছে না। এছাড়া শীতার্ত, অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে সরকারি-বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ করা হলে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। খুব প্রয়োজন না হলে মানুষ সকালে ঘরের বাইরে বের হচ্ছেন না। অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল ইসলাম বলেন, বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ