বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

নাঙ্গলকোটে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

কুমিল্লার নাঙ্গলকোটে দেশিয় একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ জসিম (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঢালুয়া ইউপির চৌকুড়ি বাজার এলাকায় তাকে আটক করা হয়। তিনি সাতবাড়িয়া খালের পাশে বশির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, চৌকুড়ি গ্রামের নজির আহম্মেদ (৫৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রধারী যুবক খুঁজতে থাকেন। পরে বাজারের লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রসহ জসিমকে আটক করে।

নাঙ্গলকোট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এক যুবককে দেশিয় অস্ত্রসহ স্থানীয়রা আটক করেছে। এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই।

নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৈকত বলেন, অস্ত্রধারী যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ