সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

এক লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গ্রেফতার কৃত হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহ এর ছেলে মোঃ শফিক উল্লাহ (৩০)।
র‍্যাব সুত্রে জানা যায়, ২ জানুয়ারি বৃহস্পতিবার ২ জানুয়ারী বিকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে মোঃ শফিক উল্লাহ নামে উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আরো ৩/৪ জন মাদক কারবারী দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে বিধি মোতাবেক তল্লাশী করে তেলের গ্যালনের ভিতর থেকে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশসহ সাথে থাকা অন্যান্য সহযোগীদের তথ্যাদি র‌্যাবের আভিযানিক দলের নিকট প্রদান করে।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান, পিপিএম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারী এবং পলাতক মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন পন্থায় অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে বলে জানায়। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ