বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

কাশ্মীর ও এর জনগণের প্রতি অটল সমর্থন পুনরায় নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।  সেইসঙ্গে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং কাশ্মীরি জনগণের ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন উভয় নেতা।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি ভারত ও পাকিস্তানের জন্য জাতিসংঘের কমিশন (ইউএনসিআইপি) ঐতিহাসিক রেজুলেশন গৃহীত হয় যা জম্মু ও কাশ্মীরে একটি অবাধ ও ন্যায্য গণভোটের নিশ্চয়তা দেয়।  জাতিসংঘের এই ঐতিহাসিক রেজুলেশনের দিবসটি উপলক্ষে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেন, ভারত কয়েক দশক ধরে কাশ্মীরের এই অধিকার অস্বীকার করছে।  কিন্তু পাকিস্তান বীর কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও ভারতের অবৈধ দখলদারিত্ব থেকে মুক্তির সংগ্রামে তাদের সম্পূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আজ (রোববার) সারা বিশ্বের কাশ্মীরিরা জাতিসংঘ রেজুলেশনের ৭৬তম বার্ষিকী পালন করছে, এই শর্তে যে জম্মু ও কাশ্মীর বিরোধ জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রেসিডেন্ট আরও বলেন,  ভারত সাত দশকেরও বেশি সময় ধরে বিতর্কিত উপত্যকার জনগণের এই অধিকার অস্বীকার করে আসছে এবং তাদের নিপীড়ন, সহিংসতা এবং পদ্ধতিগত বর্বরতার শিকার হচ্ছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট  থেকে গৃহীত একাধিক অবৈধ এবং একতরফা পদক্ষেপের মাধ্যমে, ভারত বিতর্কিত ভূখণ্ডের জনসংখ্যাগত এবং রাজনৈতিক কাঠামো পরিবর্তন করার চেষ্টা করছে, যার লক্ষ্য হল সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরি জনগণকে তাদের নিজ দেশে একটি ক্ষমতাহীন সংখ্যালঘু সম্প্রদায়ে রূপান্তরিত করা।

আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার জন্য কাশ্মীরি জনগণের বৈধ সংগ্রামকে চূর্ণ করা এবং কাশ্মীর জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতের নিন্দাও করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ