ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে একটি গরুকে হত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের এক রাতে। মৃতের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা রয়েছে।
তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।
বিবিসির খবরে বলা হয়েছে, পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেফতার করে।
ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।