বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ প্রদর্শন করেছেন

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশনের সামনের এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।

বিষয়টি সোমবার সকালে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

রবিবার রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জানা গেছে, ওই নারী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে  শ্রবণ প্রতিবন্ধী এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশটির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ