শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লায় সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবি ৬০-এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালানো হয়। ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আখাউড়া এবং কসবা উপজেলার সীমান্তবর্তী চলে এ অভিযান।

এছাড়া শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা, বড়জ্বালা, কর্ণেলবাজার, মঈনপুর ও মাদলায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাসমতি চাল ২০৪৯ কেজি, বাঁজি ৬৪৫০০ পিস, আমুল কুল ড্রিংক ৫০৪ বোতল, কসমেটিকস সামগ্রী ১৭৩৮ পিস, চিনি ৪৯৬৮ কেজি, ফেনসিডিল ২৫ বোতল, গাঁজা ১৫.৫ কেজি, হুইস্কি ৮৮ বোতল, এছাড়াও কম্বল, বাইসাইকেল, টোবাকো জর্দ্দা, পান মসলা, ফুচকা এবং একটি গরু জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান সর্বদা সক্রিয় রয়েছে। ভবিষ্যতেও আরও জোরদার করা হবে’।

তিনি জানান, সীমান্তে যে কোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করতে বিজিবি সদা প্রস্তুত। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ