শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

আমিরপুত্র জুনায়েদের সঙ্গে খুশির প্রেমে জটিলতা, চলছে তুমুল অশান্তি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা বনি কাপুরের ছোট মেয়ে অভিনেত্রী খুশি কাপুরের প্রেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদ খান। এরই পরিপ্রেক্ষিতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই শুরু হলো গণ্ডগোল। বিয়ের আগে এক অপরের ফোন অদলবদলের প্রস্তাব দেন প্রেমিকার বাবা। আর তাতেই কেল্লাফতে। একে অপরের পর্দা ফাঁস হয়ে যায় জুনায়েদ ও খুশির কাছে। এর পর কি হলো?

এমনই একটি গল্প নিয়ে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সামনে এসেছে রোমান্টিক কমেডি ‘লাভিয়াপ্পা’র ট্রেলার। আর যেটি কিনা প্রেম, নাটক ও বিশৃঙ্খলার দুর্দান্ত একটি মিশ্রণ। ট্রেলারে দেখা যায়, জুনায়েদ খান ও খুশি কাপুর একে অপরের প্রতি আচ্ছন্ন হয়ে থাকা প্রেমের মায়া কাটিয়ে দুজনের লাইফের সিক্রেট জেনে ফেলেছেন। আর তাতেই তৈরি হয়েছে তুমুল অশান্তি।

‘লাভিয়াপ্পা’র ট্রেলারটি অবশ্য বেশ মজাদার। সেখানে গৌরবের ভূমিকায় জুনায়েদ খান ও বাণীর ভূমিকায় খুশি কাপুরকে দেখা গেছে। আর খুশির বাবার ভূমিকায় আশুতোষ রানা। তার ফোন বিনিময়ের পরামর্শেই যত বিপত্তি। যেটি কিনা একে অপরের কাছে ভালোবাসা প্রমাণ করার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর তাতে নানান নাটকীয় মোড় আসে। তৈরি হয় বিশৃঙ্খলা আর ভুল বোঝাবুঝির একটি জাল। আর সেই বিশৃঙ্খলা আর বুল বোঝাবুঝির উত্তরটা অবশ্যই ছবি মুক্তির পর জানা যাবে। সে অপেক্ষায় থাকতে সিনেমাপ্রেমীদের।

উল্লেখ্য, ২০২২ সালের তামিল ছবি ‘লাভ টুডে’র রিমেক হলো সিনেমা ‘লাভিয়াপ্পা’। এ ছবিতে জুনায়েদ খান, খুশি কাপুর ও আশুতোষ রানা ছাড়াও অভিনয় করেছেন কিকু শারদা। গত বছর ২৬ ডিসেম্বর ফ্যান্টম স্টুডিওতে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তখনই জানা গিয়েছিল খুশি কাপুর ও জুনায়েদ খান এই রোমান্টিক কমেডির জন্য জুটি বাঁধছেন। অদ্বৈত চন্দন পরিচালিত এ ছবি ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে ‘মহারাজা’র পর আমির খান-রীনা দত্তের ছেলে জুনায়েদের দ্বিতীয় ছবি। অন্যদিকে ‘দ্য আর্চিস’-এর পর খুশি কাপুরেরও এটি দ্বিতীয় ছবি। ছবিটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে, তাই দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ