শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

কার্গো বিমানে চড়ে ইতিহাস রচনা করেছেন শেখ হাসিনা: বিএনপি নেতা গউছ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আল্লাহর রহমতে ১৭ বছরের মানুষের পুঞ্জিভুত ক্ষোভ জুলাই বিল্পবে বিস্ফোরিত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। বেগম খালেদা জিয়ার চরিত্র হননে শেখ হাসিনা এহেন অভিযোগ নেই যা করেননি। কিন্তু আল্লাহ তা বরদাস্ত করেননি। হাসিনা একটি কার্গো বিমানে করে ভারতে পালিয়ে গিয়ে ইতিহাস রচনা করেছেন।

শুক্রবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, বিএনপি শুধু রাজনীতি করে না। মানুষের সেন্টিমেন্ট ধারণ করে যুগোপযোগি সিদ্ধান্ত নেয়। গত ১৬ বছর ধরে আমাদের যুবসমাজ ক্ষতবিক্ষত হয়েছে। কোনো কিছুরই প্রতিবাদ করার ভাষা ছিল না। কেউ অন্যায়ের বিরুদ্ধে কিছু লেখার পর্যন্ত সাহস ছিল না। পরিবেশও ছিল না।

আওয়ামী লিগের আমলে বাকস্বাধীনতা ছিল না দাবি করে তিনি আরও বলেন, ‘যদি কেউ বাস্তবতা তুলে ধরার কিংবা মনের ক্ষোভ প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগের তথাকথিত প্রশাসনের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি কালো আইন করে মাসের পর ন্যায়ের পক্ষে অবস্থানকারীদের কারাবরণ করতে হয়েছে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজুল ইসলাম, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ