শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

পাঁচ জেলায় ৫ অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

পাঁচ জেলা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় একজনকে আটক করা হয়। এ ছাড়া উদ্ধার গুলির মধ্যে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে থানা থেকে লুট হওয়া গুলিও রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ইস্কান্দর রামু গর্জনিয়া ইউনিয়নের তোয়াইঙ্গাকাটা গ্রামের নুরুল বশারের ছেলে।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার আমলা ইউনিয়নের নওদাপাড়া সেতু আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টংঘর থেকে ১টি সিঙ্গেল সুটার পিস্তল ও ১ রাউন্ড (লট নং কেএফ-১২) গুলি উদ্ধার করা হয়।

লালমোহন (ভোলা) : ভোলার লালমোহনে বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লালমোহন থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার।

তিনি বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্যকালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করেন। এই শটগানটি লুট হওয়া সেসব অস্ত্রের মধ্যে একটি কিনা তা জানতেও পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় আবদুস ছাত্তার নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আবদুস সাত্তার উপজেলার ওই ওয়ার্ডের আবদুল হামিদ চৌকিদার বাড়ির খুরশিদ আলমের ছেলে।

জয়পুরহাট : জয়পুরহাটে ৫ আগস্ট সদর থানা থেকে লুট হওয়া ৭.৬২ মি.মি রাইফেলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার সকালে জয়পুরহাট পৌর এলাকার ঝাউবাড়ি মহল্লা থেকে গুলিগুলো উদ্ধার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ