মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

কিশোরীর হাত ধরায় বৃদ্ধ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ১২ বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে অনুসরণ ও হাত ধরার অভিযোগে ৭২ বয়সি বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ইস্ট এলমহার্স্টের ৮১তম স্ট্রিটে প্রকাশ্য দিনের আলোয় এ ঘটনার চারদিন পর পুলিশ তাকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠায় বলে ১১৫তম প্রিসিঙ্কটের পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এক দাড়িওয়ালা বৃদ্ধ ব্যক্তি ৮১তম স্ট্রিট এবং ৩১তম অ্যাভিনিউয়ের কাছে হাঁটতে থাকা একটি কিশোরীর কাছে যান। তিনি মেয়েটির হাত ধরে ফেলেন, কিন্তু মেয়েটি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

পুলিশের মতে, এরপরও তিনি নিরুৎসাহিত হননি এবং তাকে অনুসরণ করে দ্বিতীয়বার মেয়েটির হাত ধরেন। পরে তিনি ৮১তম স্ট্রিটের উত্তর দিকে চলে যান। তবে এঘটনায় মেয়েটি কোনো আঘাত পায়নি।

চারদিন পর ১০ জানুয়ারি বিকালে পুলিশ ৭২ বছর বয়সি বাদুইল জামালকে গ্রেফতার করে। যিনি ৮১তম স্ট্রিটের বাসিন্দা এবং যেখান থেকে তিনি মেয়েটিকে অনুসরণ করা শুরু করেছিলেন বলে অভিযোগ করা হয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তাকে ১১৫তম প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হয়রানি, দ্বিতীয়-ডিগ্রি অনুসরণ এবং প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হওয়া বাদুইল জামাল কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ