যুদ্ধবিধস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও ৬০টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা শেষে জার্মান সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রায় ৬ কোটি ইউরো (৬২ মিলিয়ন ডলার) মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুত থেকে সরবরাহ করা হবে। একে ইউক্রেনের প্রতি যুদ্ধের ক্রমবর্ধমান পরিস্থিতিতে বার্লিনের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে বারবার উন্নত সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে আবেদন করে আসছেন। যাতে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করা যায়। IRIS-T ক্ষেপণাস্ত্র হলো জার্মানির পক্ষ থেকে ঠিক তেমনই সামরিক সহায়তা, যেমনটা জরুরিভাবে চেয়েছিলেন জেলেনস্কি।
এর আগে মঙ্গলবার কিয়েভ সফরকালে পিস্টোরিয়াস জার্মানির পক্ষ থেকে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৩ বিলিয়ন ইউরো সহায়তার বিষয়ে চলমান আলোচনার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মূলত যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে জার্মানি ২৮ বিলিয়ন ইউরো (২৮.৬ বিলিয়ন ডলার) মূল্যের সাহায্য দিয়েছে। এতে লেপার্ড ২ ব্যাটল ট্যাংক, গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক, মার্ডার কমব্যাট ভেহিকল এবং প্যাট্রিয়ট ও IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি