শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

‘ফ্যাসিবাদের দোসরদের সঠিক বিচার দাবি’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ প্রদর্শন করেছেন

অপরাজনীতি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের দোসরদের উপযুক্ত বিচার করার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সড়ক পরিবহণ সেক্টরের সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের প্রস্তাব রাখা হয়। এতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দাবির প্রতি সমর্থন জানানো হয়।

আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ সভা চলে। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

নিবন্ধিত ও অনিবন্ধিত শ্রমিকসহ সড়ক পরিবহণ সেক্টর, চট্টগ্রাম বন্দর, নির্মাণ সেক্টর ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে শিল্প উৎপাদন অব্যাহত রাখার জন্য সভা থেকে দিকনির্দেশনা দেওয়া হয়।

সারাদেশ থেকে ২৬৫ বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের নির্বাচিত সড়ক পরিবহণ নেতারা উপস্থিত হন।

সভায় বক্তব্য রাখেন হুমায়ন কবির খান, সজিব আলী, অলি আহমেদ, রবিউল ইসলাম রবি, আব্দুল হামিদ মিঠুল, জুবায়ের জাকির, মোহাম্মদ মুসা, আবুল বাহার, জেনারেল ইসলাম, সুলতান আহমেদ, মোমিনুল হক লাভলু, মোহাম্মদ বালা মিয়া, রফিকুল ইসলাম পাখি, মইনুল ইসলাম, সুলতান আহম্মেদ সরকার, টিপু সুলতান, আজম চৌধুরী প্রমুখ নেতারা।

সভায় উপস্থিত বেশিরভাগ নেতারা পরিবহণের দাবি সহ উপস্হাপিত প্রস্তাবের প্রতি সংহতি জ্ঞাপন করেন। এতে সারাদেশ থেকে আগত পরিবহণ শ্রমিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জোড়ালো বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ