সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

বলিউড ছেড়ে সৈনিক হিসেবে যোগ দেন কার্গিল যুদ্ধে, কে এই অভিনেতা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ প্রদর্শন করেছেন

স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী সংঘাত হিসেবে নাম লেখা থাকবে কার্গিল যুদ্ধের। এই যুদ্ধের সময়ই অভিনয়, সিনেমা, ক্যারিয়ার সব বন্ধ রেখে ভারতীয় সেনা দলে যোগ দেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। তিনি কুইক রেসপন্স টিমের সদস্যও ছিলেন।

সম্প্রতি নিজেই কৌন বনেগা ক্রোড়পতিতে এসে এ কথা জানিয়েছেন নানা পাটেকর।

এ সময় কার্গিল যুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেন এই অভিনেতা। তিনি জানান, ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সৈনিকরা লড়াই করছিলেন যুদ্ধক্ষেত্রে। তখন গোটা দেশের লোকজন নিজ নিজ অবস্থান থেকে সৈনিকদের সমর্থন দিয়েছে। তিনি তখন ফান্ড তুলে মানসিকভাবে সাহস জুগিয়েছেন যোদ্ধাদের। তিনি নিজে সোজাসুজি যোগ দেন যুদ্ধে।

৩ বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নানা পাটেকর জানান, ৯০ এর দশকের শুরুর দিকে তিনি ভারতীয় সেনার মারাঠা লাইট ইনফ্যান্ট্রিতে ছিলেন ৩ বছর। সেখানে থেকেই নানা পাটেকর তার সিনেমা প্রহার লিখছিলেন। যখন কার্গিল যুদ্ধ লাগে তখন তিনি সিনিয়র অফিসারদের কাছে গিয়ে অনুরোধ করেন যাতে তাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু স্বাভাবিকভাবে তার সেই আবেদন খারিজ হয়ে যায়। তাকে বলা হয় এই আবেদন একমাত্র মঞ্জুর করতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।

সেই ঘটনা নিয়ে নানা পাটেকর বলেন, আমি আমাদের সেই সময়ের প্রতিরক্ষা মন্ত্রীকে চিনতাম। আমি জর্জ ফার্নান্দেজকে ফোন করি। তিনিও বলেন এটা অসম্ভব। আমি তাকে জানাই যে আমার ছয় মাসের ট্রেনিংয়ের কথা থাকলেও ৩ বছরের প্রশিক্ষণ পেয়েছি। সেটা শুনে উনি অবাক হয়ে যান। ব্যাপারটা জানতে চান। তারপর আমার অভিজ্ঞতার কথা শুনে অনুমতি দেন। আমি কুইক রেসপন্স টিমের অংশ ছিলাম।

তিনি আরও জানান, ওখানে যাওয়ার আগে তার ওজন ছিল ৭৬ কেজি। ফেরার সময় সেটা কমে হয় ৫৬ কেজি। কার্গিল থেকে ফেরার পর আবার অভিনয় এবং ক্যারিয়ারে মন দেন এই অভিনেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ