মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

বিদায়ী ভাষণে ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ প্রদর্শন করেছেন

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ের আগে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শেষ বারের মতো ভাষণ দেন বাইডেন। আর সেই ভাষণে অনেক কথার ভিড়ে তিনি মার্কিনিদের সতর্ক করে দিয়েছেন ধনকুবের বা অলিগার্কদের নিয়ে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অতি ধনী ‘অলিগার্ক’ শ্রেণীরা শিকড় গাড়ছে। তারা দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। সেই সঙ্গে এসব প্রযুক্তি শিল্প কমপ্লেক্সের মালিকরা আমেরিকানদের অধিকার এবং গণতন্ত্রের ভবিষ্যৎ লঙ্ঘন করছে। আর এই কতিপয় মানুষের হাতে সম্পদ এবং ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার বিষয় নিয়ে মার্কিনিদের সতর্ক করেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আজ, আমেরিকায় একটি ব্যাপক সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের অধিকারী অলিগার্ক আবির্ভূত হচ্ছে। যেটা আক্ষরিক অর্থে আমাদের গোটা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।’

একই ভাষণে এই অতি ধনী মানুষের হাতে ক্ষমতা কতটা বিপজ্জনক এবং তাদের ক্ষমতার অপব্যবহার যদি না থামানো হয়; তাহলে এর পরিণতি কতটা বিপজ্জনক হবে সে দিকেও জোর দেন বাইডেন।

এ ব্যাপারে অতীতে সামরিক-শিল্প কমপ্লেক্স সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট ডয়াইট আইজেনহাওারের হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে বাইডেন বলেন, ‘আমি সমানভাবে প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ