মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

অনন্য উচ্চতায় পাকিস্তানের সামার খান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন পাকিস্তানের সামার খান। ভয়ডরহীন এই পর্বতারোহী নিজের ঝুলিতে আরেকটি রেকর্ড নিয়েছেন। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আকোংকাগুয়া আরোহণ করেছেন। ছয় হাজার ৯৬১ মিটার উঁচু আকোংকাগুয়ার অবস্থান আর্জেন্টিনায় । খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের গণমাধ্যমটি বলছে, এই আরোহণ সামারার জন্য একটি স্বপ্ন ছিল। নিজের প্রতি তার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করেছে এই আহোরণ।

তীব্র বাতাস ও বৈরি আবহাওয়ার মধ্যে সামার আকোংকাগুয়ার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান। আর এর মাধ্যমে তিনি আরও কয়েকজন পাকিস্তানি নারীর সঙ্গে নাম লেখান, যারা কি না পর্বতটি আরোহণ করেছেন। এই অদম্য কাজের জন্য তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নিজের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান সামার।

কি কারণে আকোংকাগুয়া বিশেষ?

এশিয়ার বাইরে থাকা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে আকোংকাগুয়া অন্যতম। বিশ্বব্যাপী থাকা পর্বতারোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই পর্বত। আকোংকাগুয়া বৈরি আবহাওয়া ও পাহাড়ি রাস্তা পবর্তারোহীদের নিজেদের সক্ষমতার চরম সীমায় ঠেলে দেয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সাধারণত পাকিস্তানের নারীরা পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। সেই পিছিয়ে পড়া নারীদের জাগ্রত করতে ও প্রথা ভাঙতে কাজ করছে সামার খান। পাকিস্তানের নারীরা ভয় ও প্রথাকে ভেঙে যে কোনো পর্বতশৃঙ্গে আরোহণ করতে পারে তাই প্রমাণে নিয়েজিত এই পর্বতারোহী।

এর আগে, ২০২৪ সালে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছিলেন সামার খান। এ ছাড়া বিশ্বের দ্বিতীয় উঁচু পর্বত কে-২ ও আহোরণ করেছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ