মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

শ্রীলঙ্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে দ্বীপ দেশটির দক্ষিণ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রদেশটির মাতারা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

পুলিশের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২,১৪০ জন প্রাণ হারিয়েছেন।

শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় দেশটির কর্তৃপক্ষ ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরও কঠোর করছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মাদক ও অপরাধবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে শ্রীলঙ্কা সরকার সম্প্রতি অতিরিক্ত ১০,০০০ পুলিশ সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে। সূত্র: মেহের নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ