মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

দায়িত্ব নেওয়ার একদিন পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ প্রদর্শন করেছেন

শেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন দুলাল মামলাজনিত ও অসুস্থতার কারণে ছুটিতে আছেন। প্যানেল চেয়ারম্যান-১ আসাদুজ্জামান তপু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন একদিন আগে। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দোসর দাবি করে ঝাড়ুমিছিল ও পরিষদ ভবন ঘেরাও করেছেন স্থানীয়রা।

বুধবার উপজেলার ১৪নং বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও  চেয়ারম্যানের প্রিয়জন। পরিষদের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে অন্যসব ইউপি সদস্যদের বঞ্চিত করেছেন। আওয়ামী প্রভাব খাটিয়ে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি। এমনকি স্থানীয় কিছু বিএনপি নেতাদের সুযোগ দেওয়ার কারণে তারা তপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে বসিয়েছেন।

অভিযোগকারীরা আরও বলেন, আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। সুবিধাবঞ্চিত মানুষ যার দ্বারা উপকৃত হবেন ওইরকম একজনকেই চেয়ারম্যান হিসেবে চাই।

অভিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। আর আমি কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমি বিএনপির ওয়ার্ড সদস্য।

ইউপি সচিব ওমর ফারুক  বলেন, এ মুহূর্তে চরম আতঙ্কে আছি। এমন পরিস্থিতিতে অফিস করা সম্ভব না। আমি স্থানীয় সরকারের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবিহিত করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া  জানান, ইউপি সদস্যদের সম্মতির ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যদি স্বেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি নেন; তাহলে প্যানেল চেয়ারম্যান-২ দায়িত্ব নেবেন। আমি শুনেছি, সেখানে আরেকটি পক্ষের লোকজন ঝাড়ুমিছিল করেছেন এবং পরিষদ ভবনও ঘেরাও করেছেন। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের যে ভূমিকা রাখা দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ