সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

প্রকাশ্যে গুলি করা সেই আ.লীগ নেতা ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকালে সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন । এর আগে মঙ্গলবার বিকালে সাভারের রাজাসন এলাকার আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি বলেন, নিহত রাসেল গত ৫ আগস্ট আরিচা মহাসড়কে আন্দোলনে গুলিতে নিহত হন। তার বড় ভাই সাইদুর রহমান বাদি হয়ে এই মামলা করেন। মামলা নম্নর ৪৫(৮)২৪। আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর বিরুদ্ধে  সাভার মডেল থানায় ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ ১৬ টি মামলা রয়েছে।

এর আগে রোববার রাতে  রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেফতার করে।

সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লার মাদবরের ছেলে। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক  দিয়ে  ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ