মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

‘শিক্ষিত মানুষ থেকে নেতিবাচক কার্যকলাপ প্রত্যাশা করি না’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ প্রদর্শন করেছেন

সমাজে নেতিবাচক কার্যকলাপ বেড়ে গেছে বলে দাবি করেছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘শিক্ষিত মানুষের কাছ থেকে নেতিবাচক কার্যকলাপ আমরা কেউ প্রত্যাশা করি না। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মনোযোগী হতে হবে।’

বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়ায় শাহীন স্কুল রাজশাহীর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার এসব কথা বলেন।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। এতে করে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারবে।’

আরএমপি কমিশনার আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন।কোমলমতি শিশুদের দেশ ও পরিবারের সম্পদ করে গড়ে তুলতে এখন থেকে উদ্যোগ নিতে হবে।’

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শ ম সাজু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ