রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

বিপুল অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ প্রদর্শন করেছেন

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলিসহ কিশোর গ্যাং চক্রের ১০ সদস্য গ্রেফতার হয়েছে।

 

তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড পিস্তলের বুলেট, ১টি রিভলভার, ৩টি শটগান, ১টি রাম দা, ১টি বিদেশি তলোয়ার, দেশি রামদা, দেশি চাকু, ৯ রাউন্ড শটগানের বুলেট, ৩ রাউন্ড রিভলভার বুলেট উদ্ধার করা হয়েছে।

রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর আদর্শ সদর এলাকায় দায়িত্বরত ২৩ বীর।

 

এর আগে শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।

 

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম (নাঈম), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি, রাকিব, ঈদগাহ এলাকার, মো. সাজিদুল ইসলাম, ছোটররা এলাকার মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান, ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার, বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের ও ধর্মসাগর এলাকার মো. অপু।

 

পরে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১০ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হয়েছে। তারা ছিনতাই চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষ্যে তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের সঙ্গে মিশে অপরাধমূলক কাজ করত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ