রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

মাফিয়া ঠিকাদার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১ প্রদর্শন করেছেন

‘চাঁপাইনবাবগঞ্জ এলজিইডিতে মাফিয়া ঠিকাদার মান্নান’ শিরোনামে গত ১৮ জানুয়ারি যুগান্তরের অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোমস্তাপুর উপজেলার ঠিকাদার আব্দুল মান্নান।

তিনি দাবি করেছেন— সংবাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে বলা হয়েছে— চাঁপাইনবাবগঞ্জ এলজিইডিতে সিন্ডিকেট আর দরপত্র নিয়ন্ত্রণ করে বিপুল সম্পদ গড়েছেন আওয়ামীপন্থি ঠিকাদার আব্দুল মান্নান, যা আদৌ সত্য নয়। আবদুল মান্নান দাবি করেন, ‘আমি ৩০ বছর ধরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। আমার যে সম্পদ রয়েছে, তা বৈধ উপায়ে রোজগার করা। সংবাদে আমার সম্পদের যে তথ্য তুলে ধরা হয়েছে, তা মোটেও সত্য নয়। আমি ঠিকাদারি ব্যবসায় কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। আর আমি আওয়ামী লীগের কোনো কর্মী নই। মূলত আমার বৈধপথে ঠিকাদারি ব্যবসার উন্নতি দেখে আমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের কিছু ঠিকাদার সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়েছে। ঠিকাদাররা ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এমন তথ্য দিয়েছেন। আর আমি কোনো বড় ধরনের নেতা না যে পুরো চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি নিয়ন্ত্রণ করব বা কর্মকর্তাদের বদলি করব, যা খুবই হাস্যকর।’

আব্দুল মান্নানের দাবি, প্রতিবেদনে নাচোলের ফুলবাড়ি রাস্তা নির্মাণে নম্বরবিহীন খোয়ার কথা উল্লেখ করা হয়েছে, যা সত্য নয়। রাস্তাটি মূলত রিপেয়ারিং রাস্তা। কিছু কুচক্রী মহল সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতেই এমন মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক ভাইদের সংবাদ প্রকাশে সহায়তা করেছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য

সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য বা মতামত নেই। কারও সুনাম ক্ষুণ্ন করা প্রতিবেদনের উদ্দেশ্য নয়। সংবাদটিতে নাম না প্রকাশে একজন ঠিকাদারের দেওয়া তথ্যে দালিলিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তার আলোকেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। রাস্তা নির্মাণে অনিয়মে স্থানীয়দের অভিযোগের কথা বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ