শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিশুকন্যাকে ডোবায় ফেলে হত্যা, স্ত্রীর মামলায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

বগুড়ার শেরপুরে ১৬ মাস বয়সি ঘুমন্ত শিশু হুমায়রা খাতুনকে ডোবার পানিতে ফেলে হত্যা মামলায় পাষণ্ড বাবা জাকির হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

 

শিশুটির মায়ের মামলায় বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

 

আদালতের অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা এ তথ্য দিয়েছেন।

 

মামলা ও আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উঁচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। জাকিরের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। পরে ছেলে না হয়ে মেয়ে হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। তার নাম রাখা হয় হুমায়রা খাতুন।

 

জাকির হোসেন গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তার ১৬ মাস বয়সি ঘুমন্ত শিশু কন্যাকে বাড়ির বাহিরে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ডোবায় ফেলে দিলে মারা যায়। বাড়িতে ফেরার পর স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের সন্ধান করলে জাকির হোসেন সদুত্তর দিতে পারেননি। পরিবারের লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে মেয়েকে ডোবার পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন।

 

পরে স্ত্রী রাবেয়া খাতুন তার (জাকির) বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার পর থেকে আসামি বগুড়া জেলহাজতে ছিলেন। আদালত শুনানি ও সাক্ষী প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ