শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

সমালোচনাকারীদের একহাত নিলেন সাইফের বোন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

সাইফ আলী খানের ওপর হামলার পর থেকে প্রতিদিন নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। এর মধ্যে ভিন্ন এক মুডে বাড়ি ফিরতে দেখা গেছে বলিউড অভিনেতাকে। তবে তাকে দেখে কেউ বুঝতেই পারবেন না সাইফ হামলার শিকার হয়েছিলেন। এ নিয়ে দর্শক মনে প্রশ্নের শেষ নেই।  কারও প্রশ্ন, অস্ত্রোপচারের পর কীভাবে এত দ্রুত সুস্থ হয়ে উঠলেন সাইফ? কারও মতে, আসলেই কি ছুরির আঘাত লেগেছিল অভিনেতার?

এবার সমালোচনার জবাব দিলেন বলিউড অভিনেতার বোন সাবা পতৌদি। তিনি সমালোচকদের অনুরোধ করেছেন, এ সব নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করতে। বরং, নিজেদের খানিক শিক্ষিত করার জন্য অনুরোধ করেছেন। একই সঙ্গে, সাইফের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি দূর করার কথা বলেছেন।

এ বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সাবা। তাতে ক্যাপশন দিয়েছেন, ‘নিজেদের একটু শিক্ষিত করুন’।

পাঁচ দিনের মধ্যে সাইফের সুস্থ হওয়া নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ দীপক কৃষ্ণমূর্তির একটি ভিডিওসহ বক্তব্যও শেয়ার করেছেন অভিনেতার বোন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসকের ৭৮ বছর বয়সি মা অপারেশনের তিন-চারদিনের মাথায় কীভাবে হেঁটেছেন।

মহারাষ্ট্রের মন্ত্রী নীতীশ রানে সাইফের হামলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, কীভাবে ছুরির আঘাতে জখম হয়েও এত দ্রুত সুস্থ হয়ে উঠলেন বলিউড অভিনেতা? আদৌ কি চোট লেগেছিল, নাকি সবটাই সাজানো? সাবা ছাড়াও সাইফের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পূজা ভাট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ