বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

‘তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন’: সম্পাদক নুরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।  তিনি বলেছেন, ‘গত ১৬ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা সকল আন্দোলনে সফল হযেছি।  জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ নির্বাচন হবে।’

মঙ্গলবার রাতে ভোলার মনপুরায় সদর হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, ‘জনগণের ভালোবাসা নিয়ে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে।  বিএনপি জয়ী হলে দেশের সবাই স্বাধীনতার সুফল ভোগ করবে। গত ১৬ বছর বিএনপি নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালায় যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। ’

এই যুবদল নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার হরন করেছে।  তাদের আমলে নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটের অধিকার ছিল না। বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায় করেননি, শুধু অন্যায় আচরণের সঙ্গে ভিন্নমত পোষণ করেছিল।  সরকারি দলের সঙ্গে ভিন্নমত পোষণের জন্য বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলার শিকার  হয়েছেন।’

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নয়ন বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে বা ক্ষমতায় আসলে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, অন্যায় করবেন তাদের বিএনপি ও আগামীর বাংলাদেশে স্থান নেই। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ