শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

নির্বাচন কর্মকর্তাসহ গ্রেফতার ২, প্রবাসীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

প্রবাসীদের নামে একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার তিন প্রবাসীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রবাসে থাকা জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সাদিকুর রহমান, তানভীর হাসান, মোহাম্মদ লিটন আহমেদের নামে একাধিক এনআইডি তৈরির ক্ষেত্রে জালিয়াতি করেন মুজিবুর ও জুবায়ের। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে নিবন্ধন করা হয়েছে।

সচিবালয়ের নির্দেশনায় সোমবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন সিনিয়র দুই নির্বাচন কর্মকর্তা। এ সময় সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে নিশ্চিত হন একাধিক এনআইডি তৈরি জালিয়াতির কথা।  প্রমাণ পাওয়ায় পর কমিশনের নির্দেশনায় জগন্নাথপুর থানা পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হয় তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্রেফতার দুই কর্মকর্তাসহ প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান,তানভীর হাসান, মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ