বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

কাজলকে মেয়ে নাইসার সঙ্গে দেখে যা বললেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

মেয়ে নাইসা দেবগনের সঙ্গে ছবি শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। এরপরই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি অভিনেত্রী সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। এরপরই মা-মেয়ের প্রশংসায় মেতে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

ছবিটিতে মা-মেয়েকে একটি রেস্টুরেন্টে দেখা গেছে। অজয়পত্নী মেয়ের দিকে ঝুঁকে ছিলেন এবং হাতে চপস্টিক ধরেছিলেন। দুজনই ক্যামেরার সামনে হাসছিলেন। অভিনেত্রী কালো পোশাক পরেছিলেন, আর মেয়ে নাইসা ছিলেন সাদাটে পোশাকে। ছবিটি শেয়ার করে কাজল ক্যাপশনে লিখেছেন— দুই মটর এক পডে অথবা দুই চপস্টিক এক বাক্সে (মটর পড ও চপস্টিক ইমোজি)।

সেই ছবি দেখে নেটিজেনরা প্রশংসায় মেতেছেন। এক নেটিজেন লিখেছেন— কাজলকে তার মেয়ের থেকেও অনেক তরুণী দেখাচ্ছে। আমি ভেবেছিলাম এটি এআই।

আরেক নেটিজেন লিখেছেন— কাজল সেরা, তার যেন বয়স আরও কমছে। বোঝা দায়— কে মেয়ে আর কে মা।

এর আগে অভিনেত্রী কাজল ও অভিনেতা অজয় দেবগনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৯৫ সালের ‘হুলচুল’ ছবির সেটে। এরপর তারা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যেমন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘দিল কেয়া কারে’, ‘রাজু চাচা’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ইত্যাদি। পরে ১৯৯৯ সালে অজয় ও কাজল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান— নাইসা ও যুগ। বর্তমানে চারজনের সুখের সংসার।

উল্লেখ্য, কাজলকে সর্বশেষ দেখা গেছে ‘দোপট্টি’ ছবিতে। বর্তমানে ‘দোপট্টি’ নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এ ছাড়া অভিনেত্রী আগামীতে ‘মহারানি-কুইন অফ কুইনস’ ছবিতে অভিনয় করবেন, যা ‘চরণ তেজ উপ্পালাপাটি’ পরিচালনা করবেন। এ সিনেমায় ‘নাসিরুদ্দিন শাহ’, ‘প্রভু দেবা’, ‘যিশু সেনগুপ্ত’, ‘আদিত্য সীল’, ও ‘প্রমোদ পাঠক’ অভিনয় করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ