শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

‘ট্রাম্পের চাপ’, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে রাজি ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

মোদির সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় উগ্র ইসলামিক জঙ্গিবাদের হুমকিকে প্রতিহত করতে ওয়াশিংটন ও দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানায় ট্রাম্প।

ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনবে। এর মাধ্যমে উভয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

হোয়াইট হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের ওপরে বেশি শুল্ক ধার্য করে ভারত।

ট্রাম্প বলেন, এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের ওপরেও শুল্ক ধার্য করা হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার (পণ্যের ওপরে) যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের ওপরে। বেশিও না, কমও নয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ