বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

‘বাবর ইংরেজি বোঝেনা, তাই ওকে বোঝানো কঠিন’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

ক্রিকেট বিশ্বের এই সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন হলেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার একাধিক রেকর্ড গড়ে স্বদেশি তারকাদের তুলনায় অনন্য উচ্চতায় আছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

বাবর আজমকে ফর্মে ফেরাতে বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা বিভিন্ন টিপস দিয়ে থাকেন। কিন্তু ইংরেজি সম্পর্কে বাবর আজমের ভালো ধারণা নেই। যে কারণে তিনি সমস্যায় পড়ে যান। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্সেল গিবস বলেছেনন, আমার মনে হয়ে বাবরের সঙ্গে একটা ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। কারণ তোমরা জানো যে ওর ইংরেজি খুব একটা ভালো নয়। তাই ওর সঙ্গে কথা বলা যা যোগাযোগ রাখাটা একটু কঠিন।

হার্সেল গিবস বলেন, ‘আমার মনে হয়ে বাবরের সঙ্গে একটা ভাষাগত সমস্যা তৈরি হতে পারে। কারণ তোমরা জানো যে ওর ইংরেজি খুব একটা ভালো নয়। তাই ওর সঙ্গে কথা বলা যা যোগাযোগ রাখাটা একটু কঠিন কাজ আমার জন্য। অতীতে করাচি কিংসের সঙ্গে গিবস এবং বাবর দুজনেই যুক্ত ছিলেন।’

এদিকে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল মনে করছেন, বাবর আজমকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্তটা সঠিক নয়। এ কারণে দলের কম্বিনেশনও নষ্ট হচ্ছে, একই সঙ্গে বাবর আত্মবিশ্বাস হারিয়েছে। সাম্প্রতিক সময়ে টেস্ট আর ওয়ানডেতে ব্যাটিংয়ে ধারাবাহিকতার ব্যাপক খারাপ হচ্ছে।

পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অবশ্য বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘বাবর পাকিস্তানের হয়ে অনেক রান করেছে। তাই আমরা ওর কাছে প্রতি ম্যাচেই শতরান আশা করতে পারিনা। আমরা যদি ওর থেকে অতিরিক্ত চাহিদা না রাখি, তাহলে বুঝতে পারব ও কিন্তু নিজের অবদান দলে রেখেই চলেছে। অতীতে ও যা যা করেছে, তাতে ওর থেকে আমি অনেক ভালো কিছু আশা রাখি। আমি আশাবাদী ও ফর্মে ফিরবে।‘

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ