বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

আরাকান আর্মির হাতে ১০বাংলাদেশী জেলে আটক।

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্ত থেকে ৬ রোহিঙ্গা ও ৪ স্থানীয় সহ ১০ জন জেলে আরাকান আর্মি হাত থেকে এখনো ছাড়া পাইনি বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

রোহিঙ্গা জেলেরা হলেন-টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহাম্মদ(৩৬) আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন(২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন ( ৩৯)।

এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, গত শনিবার ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিন চালিত নৌকায় নাফনদীর শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায়। এ সময় তারা ভুলে মিয়ানমার সীমান্ত মাছ ধরছিলো। তখন আরাকান আর্মির সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যান।নিয়ে যাওয়ার ৫ দিন পরে ঘটনাটি তাদের পরিবার জানতে পেরেছেন।এখনো ৭ দিন পার হলো আরাকান আর্মি আটক ৬ জেলেদের এখনো ছেড়ে দেয়নি।

শাহপরীর দ্বীপের নৌকার মাঝি জেলে মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন,আমার স্বামী সহ শাহপরীর দ্বীপের ৪ জেলে আজ ৫ দিন ধরে আরাকান আর্মির হাতে আটক রয়েছে।আমার স্বামী আটকের একদিন পরে ফোন করে বলছে আমরা ভালো,আরাকান আর্মি আমাদের রান্না বান্না করে খাওয়া-দাওয়ার সুযোগ

দিয়েছেন।তবে তারা আজ-কাল ছেড়ে দিবে বলে আশ্বাস দিচ্ছেন।তাদের ঊর্ধ্বতন কতৃপক্ষ যেহেতু বিষয়টি জেনেছে সেজন্য ছেড়ে দিতে দেরি হচ্ছে বলে জানাচ্ছেন। এবং আমাদের বিজিবিকে বিষয়টি জানানোর জন্য বলেছেন।

তিনি আরও বলেন,তবে এবিষয় বিজিবিকে জানানো হয়েছে।এখন আর কোন খোঁজ খবর পাচ্ছিনা।আরাকান আর্মির হাতে বন্দি থাকা অবস্থায় যে নাম্বার থেকে কল করেছিল, সেই নাম্বার যোগাযোগ করা হলে আর যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুব চিন্তার মধ্যে বসবাস করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা বাড়ি ফেরত আসতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ