কক্সবাজারের টেকনাফের খারাংখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রেফতার কৃত আসামী টেকনাফের হ্নীলা নেছারপাড়া এলাকার নূর কবিরের ছেলে নূর মোস্তফা (২০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে পারে এমন এক গোপন তথ্য পর্যালোচনা করে (১৫ ফেব্রুয়ারি) খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল মোস্তাকের ঘের এলাকায় গমন করে এবং কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহল পরিচালনার এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে মায়ানমার হতে একটি নৌকা বাংলাদেশ পার্শ্বে জেলের ছদ্মবেশে নৌকায় অপেক্ষারত ব্যক্তির সাথে সাক্ষাৎ শেষে মায়ানমারে চলে যায়। তিনি আরও বলেন, বিজিবি নৌ টহলদল সন্দেহজনক ব্যক্তিকে ধরার চেষ্টা করলে নৌকা নিয়ে তীরে এসে কেওড়া বাগানের ভিতর আত্মগোপন করে। এ সময় আগে থেকে নদীর ধারে অবস্থানরত বিজিবি টহলদল চারদিক থেকে সন্দেহভাজন ব্যক্তিকে ঘেরাও করে এবং তাকে কারেন্ট জালসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে কারেন্ট জালের ভিতর হতে ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।