বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

বিপিএল জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার আত্মবিশ্বাস পেয়েছেন নবী

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি নয়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। মূলত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ওয়ানডের প্রস্তুতি ঠিকঠাক হয় না বলেই মত দিয়েছেন তিনি। কিন্তু আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ভাবনা ভিন্ন।

সদ্য সমাপ্ত বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে শিরোপা জিতেছেন নবী। আর বাংলাদেশের এই ঘরোয়া টুর্নামেন্ট জিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস কুড়িয়েছেন তিনি।

বিশেষ করে বিপিএল ফাইনালে বরিশালের দারুণ জয় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে এই আফগান অলরাউন্ডারকে। তার ভাষায়, ‘ফাইনালে কঠিন অবস্থা থেকে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়াটা আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো খেলেছি। আমার পারফরম্যান্সও ভালো ছিল। বোলিং, ব্যাটিং সব দিক থেকেই। চার-পাঁচটা ম্যাচে দলকে জেতাতে সাহায্য করেছি।’

২০২৪ সালের ডিসেম্বরের পর আর ওয়ানডে খেলা হয়নি আফগানিস্তানের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ঘাটতি রয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল নবীকে। এক্ষেত্রে বিপিএলের প্রসঙ্গ টেনে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ব্যস্ত ছিলাম। জাতীয় দলের সঙ্গে আবুধাবিতে তিনটি সেশন করেছি। মনে হয় আমি ভালো আছি।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে আফগানরা। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দুটি হবে লাহোরেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ