বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

৩ মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

ফেনীর সোনাগাজীতে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফেনী সদর থানার বড় মসজিদের সামনে থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মিজানুর রহমান হানিফ ওরফে মানিক (৪০)। তিনি উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে পারিবারিক আদালতে করা একটি মামলায় হানিফকে তিন মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিন মাসের সাজা ও গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবত পলাতক ছিলেন হানিফ।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ