বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

সামরিক সহায়তার পর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে আগামী দিনগুলোয় ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি আরও অনিশ্চয়তার পথে এগিয়ে গেল। এতে করে রুশ বাহিনীর ওপর হামলার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতাও বহুলাংশে হ্রাস পাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বুধবার গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা করেছি, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন ‘এই সম্পর্কের সব দিক’ স্থগিত ও পর্যালোচনা করছে।

এর আগে গত সোমবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনকে আর কোনো সামরিক সহায়তা দেওয়া হবে না। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাগ্‌বিতণ্ডার পর দুই দেশের সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করে আসছিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় থেকে কিয়েভ ওয়াশিংটনের সাহায্যের ওপর অনেক বেশিমাত্রায় নির্ভরশীল এবং এই সাহায্য বন্ধ হওয়াটা যুদ্ধে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

গোয়েন্দা সহায়তা বন্ধ করাটাও যুদ্ধক্ষেত্রে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ