টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক কিত হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটক আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে আটক কররা হয়।
ওসি বলেন, পরে গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যমতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো। এসময় সেখানে অবস্থানকারী এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা।
আটক আবুল খায়ের চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।