বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

তামিমের উদ্যোগ: ৭ মসজিদের সবাই ঈদের নামাজ পড়বেন ঈদগাহে

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

একটা সময় গান আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে ইসলাম ধর্মপালনে মনোযোগী হয়েছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। নিজের পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে ভাবনা-চিন্তায় সবক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন তিনি। শুধু তাই নয়, ইসলাম প্রচারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন এ অভিনেতা। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে নিজ গ্রামে একটি উদ্যোগ নিয়েছেন তামিম মৃধা ও তার পরিবার।

গত শনিবার (৮ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম মৃধা। সেখানে তিনি উদ্যোগের কথা জানিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমার গ্রাম কৃষ্ণনগরের সাতটি মসজিদের প্রতিনিধি নিয়ে জুমার পর আলোচনা ডাকা হয়। যেখানে সবাই একমত হয়েছেন ঈদের নামাজ আলাদা সাতটি মসজিদে না পড়ে একসঙ্গে ঈদগাহের মাঠে পড়ার জন্য।

তামিম বলেন, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করাটা সুন্নত। আমাদের প্রিয় নবি (সা.) সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। সে জায়গা থেকেই আমাদের গ্রামে এবার সবাইকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগ নেওয়া।’

এ অভিনেতা বলেন, ‘একটা সময়ে সবাই ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই— ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সবাই একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটিই তো আমার ধর্মের সৌন্দর্য।’

এ উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করছেন জানতে চাইলে তামিম বলেন, ‘আমাদের গ্রামে পারিবারিক অবস্থানটা খুব ভালো। সবাই আমাদের চেনেন। সেই জায়গা থেকে বাবার পরামর্শে সবাইকে নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর বসেছিলাম। সেখানে সাত মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। তারা সবাই ঈদের জামাত ঈদগাহে আদায়ের জন্য সম্মত হয়েছেন।

শুধু তার গ্রামেই নয়, ঈদের নামাজ ঈদগাহে পড়ার এই সংস্কৃতিটা সব গ্রামে ছড়িয়ে পড়ুক, তা হলেই মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে বলে জানান তামিম মৃধা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ