রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

খেলোয়াড়দের স্ত্রী নিয়ে বোর্ডের নীতিকে এক হাত নিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দলের সফরগুলোতে পরিবারের উপস্থিতির পক্ষে কথা বলেছেন। তার মতে, কঠিন সময় পার করার সময় পরিবারের সান্নিধ্য খেলোয়াড়দের জন্য ভারসাম্য ও স্বাভাবিকতা বজায় রাখতে সহায়তা করে।

সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নতুন নির্দেশনা দিয়েছে, যেখানে দীর্ঘ সফরে ৪৫ দিনের পর প্রথম দুই সপ্তাহ বাদ দিয়ে পরবর্তী ১৪ দিনের জন্য খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকতে পারবে। আর ছোট সফরগুলোতে এক সপ্তাহ পর্যন্ত পরিবারের সদস্যরা থাকতে পারবেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘বাইরের কঠিন পরিস্থিতি সামলে পরিবারে ফিরে আসার অনুভূতি বোঝানো সত্যিই কঠিন। এটি খেলোয়াড়দের মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।’

তিনি আরও বলেন, ‘মানুষ আসলে উপলব্ধি করতে পারে না পরিবারের উপস্থিতির আসল মূল্য। যখন বলা হয় পরিবারকে দূরে রাখা দরকার, তখন এটা হতাশাজনক লাগে। যারা বাস্তবিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা রাখে না, তাদের এভাবে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে নিয়ে আসাটা ঠিক নয়।’

খারাপ পারফরম্যান্সের পর কোনো খেলোয়াড়ই একা বসে দুঃখ করতে চায় না বলেও মন্তব্য করেন কোহলি।

‘আমি চাই স্বাভাবিক জীবনযাপন করতে। দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। এতে করে জীবনের ভারসাম্য বজায় থাকে এবং দায়িত্ববোধ ঠিক থাকে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জীবনের বিভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতি আসতে পারে। কিন্তু পরিবার পাশে থাকলে সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়। তাই আমি যখনই সুযোগ পাই, পরিবারের সঙ্গে সময় কাটাতে কখনোই দ্বিধা করি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ