শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরিন আক্তার। আজ মঙ্গলবার দুপুরে তারা হাসপাতালে যান বলে জানা গেছে। গণমাধ্যমকে বিষয়টি তাদের আসার খবরটি নিশ্চিত করেছিলেন ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।

এরআগে, গতকাল ফেসবুকে এক পোস্টে তামিমের সুস্থতা চেয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের বন্ধু তামিম বর্তমানে পর্যবেক্ষণে আছেন। তবে অবস্থার উন্নতি হয়েছে। শঙ্কা আপাতত কেটে গেছে তামিমের। বড় ধরণের হার্ট অ্যাটাক হয়েছিল তার। দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে।

বাংলাদেশের সাবেক অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়েছে, বসানো হয়েছে রিং। তবে স্বস্তির খবর, তামিম কথা বলছেন। আজ কিছুটা সময় হাঁটাচলাও করছেন। সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।

বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তামিমকে।

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত  চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ