শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বাসচাপায় প্রাণ গেল তিন ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলা রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহণের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মোঃ নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা।

এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ