শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

শহিদের তালিকায় আজ আমার নাম থাকত

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

ঢাকাই সিনেমার নায়িকা আইরিন সুলতানা। ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর থেমে থাকেননি। এখনো সিনেমার সঙ্গেই তার পথচলা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। সম্প্রতি তাকে নিয়ে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার কারণে বেশ বিব্রত এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে ও অন্যান্য প্রসঙ্গে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

যুগান্তর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গঠিত বিতর্কিত ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে, এমন একটি খবর ছড়িয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

আইরিন সুলতানা: এটি পুরোটাই একটি মিথ্যাচার। কোনো একটি মহল উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে, আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপণ্য করার জন্য। এ ধরনের কোনো গ্রুপের সঙ্গেই আমার সম্পৃক্ততা নেই। এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার কোনো ধরনের যোগাযোগ নেই। আমি একজন শিল্পী হিসাবে আমার কাজটাই করে যাচ্ছি শুধু।

যুগান্তর: বলা হচ্ছে, বিতর্কিত ‘আলো আসবেই’ গ্রুপের এডমিন অভিনেত্রী সোহানা সাবার সঙ্গে আন্দোলন চলাকালীন আপনার যোগাযোগ ছিল?

আইরিন সুলতানা: আমরা দুজনই শোবিজে কাজ করি। সে সুবাদে আমাদের কথা হতেই পারে। এখানে অন্যায় কিছু নেই। এটার ওপর ভিত্তি করে আমাকে সেই গ্রুপের (আলো আসবেই) সদস্য বলে বিবেচিত করাটাও ঠিক নয়। সোহানার ব্যক্তিগত জীবন বা তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই।

ব্যক্তিগত জীবনে আমি একেবারেই ভিন্ন। তা ছাড়া সেই গ্রুপে কারা ছিল তাদের নাম কিন্তু ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু আমার নাম নেই। আমার নাম যদি থাকত তাহলে আমি মেনে নিতাম, বা তখন আমার অবস্থান আমিও ক্লিয়ার করতে পারতাম। কিন্তু যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সে বিষয়ে আমি কি কথা বলব?

যুগান্তর: যারা আপনাকে নিয়ে এ ধরনের প্রতিবেদন করেছে তাদের সঙ্গে কি আপনার ব্যক্তিগত কোনো পরিচয় বা দ্বন্দ্ব রয়েছে?

আইরিন সুলতানা: যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ হয়েছে সেখানে একজন প্রতিবেদকের নাম আমি দেখেছি। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না। ভিডিও প্রকাশের আগে আমাকে ফোন দিয়ে ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে আমার সম্পৃক্ততার কথা তারা বলে এবং আমি অনুতপ্ত কি না এ বিষয়ে জানতে চায়। কিন্তু এখানে আমি অনুতপ্ত কেন হব? আমি তো এ গ্রুপের সদস্য নই। তা ছাড়া ভিডিওতে তারা আমার সঙ্গে কথোপকথনের পুরো রেকর্ড প্রকাশ করেনি। তারা ততটুকুই রেখেছে যা দিয়ে আমাকে সে গ্রুপের সদস্য বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তারা কিসের জন্য এ ধরনের মিথ্যাচার করছে তা আমার জানা নেই। তাদের চাহিদা কি সেটাও আমি জানি না।

যুগান্তর: ছাত্র আন্দোলনের সময় আপনার অবস্থান কী ছিল?

আইরিন সুলতানা: দেখুন, যখন এ মিথ্যাচার করা হয় আমাকে নিয়ে, সে সময় আমি তিনটি স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছিলাম আমার অবস্থান কী ছিল সেটা স্পষ্ট করার জন্য। ছাত্র-জনতার সঙ্গেই আমি ছিলাম, যা আমার সে স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন। এমনকি আমি রাস্তায়ও নেমেছিলাম। একদিন তো পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া পালটা ধাওয়ার মধ্যেই পড়েছিলাম। যেখান থেকে প্রাণ নিয়ে সেদিন ফিরেছিলাম। নয়তো আজ আর কথা বলতে পারতাম না। হয়তো শহিদের তালিকায় আমার নামও থাকত।

যুগান্তর: এ বিষয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আপনি একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এরপর কি তাদের (ইউটিউব চ্যানেল) পক্ষ কেউ আর যোগাযোগ করেছে?

আইরিন সুলতানা: এখনো তারা যোগাযোগ করেনি। বেঁধে দেওয়া সময়ও অতিক্রম হয়ে গেছে। এ ধরনের মিথ্যাচার করেও, তাদের কোনো অনুশোচনা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা করা হয়েছে, তাই তারা যোগাযোগ করছে না। যদি ভুলবশত করত তাহলে অবশ্যই তারা ক্ষমা চাইতো। তাই শিগ্গির এটি আইনিভাবেই মোকাবিলা করতে যাচ্ছি।

প্রশ্ন: আপনার অভিনীত কী কী সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে?

আইরিন সুলতানা: একাধিক সিনেমা প্রস্তুত রয়েছে। তার মধ্যে বুলবুল জিলানীর পরিচালনায় ‘রৌদ্র ছায়া’, জেসমিন আক্তার নদীর পরিচালনায় ‘চৈত্র দুপুর’। এ ছাড়া রয়েছে ‘হৃদ মাজারে তুমি’ ও ভারতীয় সিনেমা ‘শিব রাত্রী’। এগুলো সেন্সর হয়ে গেছে, সময় সুযোগ বুঝে হয়তো মুক্তি পাবে।

যুগান্তর: নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন?

আইরিন সুলতানা: অনেক সিনেমার প্রস্তাব আসছে। কিন্তু ব্যাটে-বলে মিলছে না। সে কারণে নতুন সিনেমায় এখনো যুক্ত হইনি। সবকিছু ঠিক থাকলে, খুব শিগ্গির ভালো খবর জানাতে পারব।

যুগান্তর: বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আপনাকে দেখা যায়…

আইরিন সুলতানা: একজন শিল্পী তথা মানুষ হিসাবে আমি মনে করি আমার সামাজিক দায়বদ্ধতা আছে। সেখান থেকেই বিবেকের তাড়নায় সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল পরিস্থিতিতেই চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ