বার্সেলোনা সবশেষবার যখন ট্রেবল জিতল, তাতে বড় অবদান ছিল জেরেমি ম্যাথিউর। বিশেষ করে সে বছর লা লিগা জয়ে সরাসরি অবদান ছিল তার। রিয়াল মাদ্রিদ আর সেল্টা ভিগোর বিপক্ষে টানা দুই ম্যাচে করেছিলেন গোল। ডিফেন্ডার ম্যাথিউর গোলদুটোতেই তিন আর তিন ৬ পয়েন্ট পেয়েছিল বার্সা।
এরপর বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গী হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে আর আরও একটা লিগ শিরোপা জিতেছেন ম্যাথিউ। তবে সময়ের ফেরে তিনি এখন আছেন ফ্রান্সে। সাবেক এই ফরাসি ডিফেন্ডার কাজ করছেন একটি স্পোর্টস শপে।
৪১ বছর বয়সী ম্যাথিউ বার্সেলোনায় তিন বছর খেলেছেন। সেই সময়ে লিওনেল মেসির সঙ্গে একই দলে ছিলেন। এছাড়াও তিনি খেলেছেন তুলুজ, ভালেন্সিয়া এবং স্পোর্টিং সিপির হয়ে। ২০২০ সালে ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর কিছুদিন অপেশাদার পর্যায়ে খেলেন তিনি। এখন তিনি কাজ করছেন ফ্রান্সের কাব্রিয়েস এলাকার ‘ইন্টারস্পোর্ট’ নামক একটি ক্রীড়া সামগ্রীর দোকানে।
‘লেকিপ’ ও ‘লা দেপে দ্যু মিডি’ এর রিপোর্ট অনুযায়ী, ম্যাথিউ এই দোকানের ফুটবল বিভাগের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন দুই সপ্তাহেরও বেশি সময় আগে। যদিও তার মূল লক্ষ্য আবার ফুটবলে ফিরে আসা। তিনি কোচিং ব্যাজ পাওয়ার জন্য কোর্স করছেন এবং শিগগিরই তার সার্টিফিকেট পেয়ে যাবেন বলে জানা গেছে।
দোকানে কাজ করলেও ফুটবলপ্রেমীদের মধ্যে ম্যাথিউর জনপ্রিয়তা এখনো কমেনি। অনেকেই দোকানে গিয়ে তার সঙ্গে দেখা করতে চাইছেন। সাবেক এই বার্সা ডিফেন্ডার ভবিষ্যতে কোচ হিসেবে মাঠে ফিরতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।