শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

এবার গোসলের পানি ব্যবহারের সীমা তুলে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

গৃহস্থালির কাজে পানির অপচয় রোধে যে সীমারেখা ছিল তা বাতিল করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে,  নির্বাহী আদেশের মাধ্যমে গোসলের সময় পানির চাপের যে সীমা বেঁধে দেয়া ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল অফিসে এই নির্বাহী আদেশ জারির সময় ট্রাম্প বলেন, ‘আমার ক্ষেত্রে আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজার জন্য আমাকে পানির নিচে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। এটা হাস্যকর। ‘

তিনি আরও বলেন, ‘হাত ধুতে স্বাভাবিক যে সময় লাগার কথা-তার চেয়ে যদি পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে আপনি কিভাবে কি করবেন? পানি একই আছে এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি যেন তারা বাঁচতে পারে।’

গোসলের সময় পানির চাপ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প। এর জন্য দেশটির ফেডারেল সরকার গৃহীত পানি সংরক্ষণ নীতিকে দায়ী করে আসছিলেন তিনি। এবার ক্ষমতায় এসে তিনি সেই বিধিনিষেধ তুলে নিলেন।

হোয়াইট হাউস বলেছে, এই নির্বাহী আদেশ জারির মাধ্যমে মার্কিনিদের আবারও দারুণভাবে গোসল করার পথ খুলে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, গৃহস্থালির একটি নিত্যকার অধিকারকে আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করেছিলেন বারাক ওবামা ও জো বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে ক্ষমতাগ্রহণের পর সুপেয় পানির অপচয় রোধ করতে গৃহস্থালি কাজে পানির ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। সেই আদেশে স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের বাসাবাড়ির পাইপলাইনে পানি প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল।

ওবামার বিদায়ের পর ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প এবং নিজের পূর্বসূরী প্রেসিডেন্টের অনেক আদেশের পাশাপাশি পানি প্রবাহের গতি সীমিত সংক্রান্ত আদেশও বাতিল করেন তিনি। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। বাইডেন ক্ষমতাগ্রহণের পর ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। এখন ফের সেটি বাতিল করলেন ট্রাম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ