নেত্রকোনার কলমাকান্দায় পিতরাজ গাছের ডালে সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবু (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পেশায় ইটভাটা শ্রমিক বাবু ওই গ্রামের পুরাতন পাড়ার মো. রাজু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন বাবু। বাড়িতে তার স্ত্রী ছাড়াও এক শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে মুন্সিপুর গ্রামের একটি পিতরাজ গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় বাবুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় বাবুর বাড়িতে ও পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’