বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

রেফারিদের শরীরে বসছে ক্যামেরা, নতুন অভিজ্ঞতা পাবেন দর্শক

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সোমবার সংস্থাটি ১১৭ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে, এবারের টুর্নামেন্টে রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা।

এই প্রথমবারের মতো রেফারির চোখে খেলার ছবি দেখতে পারবে দর্শকরা। শুধু তাই নয়, গোলরক্ষক যদি বল হাতে আট সেকেন্ডের বেশি সময় রাখে, তবে প্রতিপক্ষকে দেওয়া হবে কর্নার কিক—আগের মতো আর নয় ইনডিরেক্ট ফ্রি কিক।

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নতুন রূপের ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ৩২টি দল।

ফিফার রেফারিস কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা বলেন, ‘আমরা মনে করি এটা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। রেফারির চোখ দিয়ে খেলার চিত্র দেখতে পাওয়া ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবে।’

তিনি আরও বলেন, ‘এটি কোচিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। রেফারি কী দেখেছে সেটা বিশ্লেষণের জন্য এই ক্যামেরা কাজে লাগবে।’

মোট ৪১টি দেশের থেকে নির্বাচিত হয়েছে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল।

টুর্নামেন্ট নিয়ে কোলিনা বলেন, ‘এটা প্রথমবারের মতো এত বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ। নির্বাচিত রেফারিরা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত। আমরা আগের টুর্নামেন্টে উচ্চমানের রেফারিং পেয়েছি, এবারও সেই মান ধরে রাখতে কঠোর পরিশ্রম করছি।’

এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে। ৬টি মহাদেশের সেরা ক্লাবগুলোর লড়াই এবার আরও সুশৃঙ্খল এবং প্রযুক্তিনির্ভর হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ