শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পুতিন।

বুধবার (১৬ এপ্রিল) তিনি এই প্রতিশ্রুতি দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি ট্রুফানোভের মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘অবশ্যই, আমরা এই ধরণের সাফল্য বারবার পুনরাবৃত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে এখনও একইরকম কষ্টভোগকারী সকলেই তাদের স্বাধীনতা ফিরে পায়।’

 

 

ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি আমাদের আবেদন শোনার জন্য এবং এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’

তিনি ট্রুফানোভের উদ্দেশে বলেন, ‘আপনাকে মুক্তি দেওয়া হয়েছে। আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাতে চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ