বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

রেস্তোরাঁ থেকে মার্কিন মন্ত্রীর ব্যাগ চুরি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

চোরের কবলে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য ক্রিস্টি নোয়েম। রেস্তোরাঁয় খেতে গিয়ে তিন হাজার ডলার ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তার হ্যান্ডব্যাগ চুরি হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখান থেকেই তার ব্যাগটি চোরে নিয়ে যায়।

সোমবার ব্যাগ চুরির বিষয়টি নিশ্চিত করেন ক্রিস্টি নোয়েম। ব্যাগটিতে তিন হাজার ডলার ছাড়া তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এর বিশেষ ব্যাজ, মেকআপ ব্যাগ, একটি চেকবই ও ব্যক্তিগত ওষুধের মতো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল।

নোয়েমের নিরাপত্তার দায়িত্বে আছে সিকিউরিটি সার্ভিস। তারা ক্যাপিটাল বার্গার নামের ওই রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। এতে দেখা গেছে, মুখে মাস্ক পরা অজ্ঞাত এক শ্বেতাঙ্গ ব্যক্তি তার ব্যাগ চুরি করছেন এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছেন।

প্রতিবেদন মতে, নোয়েমের আর্থিক হিসাবগুলো থেকে কোনো ধরনের লেনদেনের চেষ্টা হচ্ছে কি না, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বলেন, নোয়েমের ছেলে-মেয়ে, নাতি-নাতনিরাসহ পুরো পরিবারই শহরটিতে অবস্থান করছিল। পরিবারের সদস্যদের খাওয়ানো, ইস্টার সানডে উপলক্ষে তাদের উপহার দেওয়াসহ বিভিন্ন কাজে খরচ করার জন্য তিনি নগদ অর্থ সঙ্গে রেখেছিলেন।

মন্ত্রিসভার এক সদস্যের এত কাছাকাছি পৌঁছানো এবং তার জিনিসপত্র চুরি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, এ ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ