বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

২৭২২ ফুট উঁচু থেকে লাফ অভিনেত্রীর, অবশেষে যা ঘটল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ অভিনীত ‘থান্ডারবোল্টস’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে পিউয়ের লাফ দেওয়ার দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে।

ট্রেইলারে দেখা গেছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উঁচু ভবন মালয়েশিয়ার কুয়ালালাপুরের ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন অভিনেত্রী। যে ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এরপর যা ঘটল, তা আরও এক ভয়াবহ ঘটনা। তবে শেষ পর্যন্ত এ যাত্রায় রক্ষা পান বলে জানান ব্রিটিশ অভিনেত্রী পিউ মার্ভেল। এ সিনেমাটি আগামী ২ মে মুক্তি পাচ্ছে।

আকাশ উঁচু ভবন থেকে লাফ দেওয়া অথবা হেলমেট ছাড়া পাহাড়ি রাস্তায় মোটরবাইকে করে শত্রুকে তাড়া করা— এসব ঝুঁকিপূর্ণ দৃশ্যের প্রতিই আগ্রহ কমবেশি সবার। এমনকি অভিনেত্রী পিউয়েরও। কারণ তিনি ক্যারিয়ারজুড়ে বৈচিত্র্য ধরে রাখতে চান। তাই স্টান্টের সহযোগিতা নিতে খুব একটা রাজি নন অভিনেত্রী। তাই সাহসিকতার সেই নমুনা পিউ দেখিয়েছেন ‘থান্ডারবোল্টস’ সিনেমায়।

সম্প্রতি দ্য গার্ডিয়ান লিখেছে, ২৯ বছর বয়সি পিউ এ সিনেমায় কুয়ালালাপুরের উঁচু ভবন ‘মার্দেকা ১১৮’-এর ছাদ থেকে নিচে লাফ দিয়েছেন। যার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। এই লাফের পর ব্রিটিশ এ অভিনেত্রীর হাড়গোড় ভাঙেনি। কেবল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল বলে জানিয়েছেন পিউ।

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিউ বলেন, প্রচণ্ড ঝুঁকির এই স্টান্টটি করার অনুমতি তিনি সহজে পাননি। কারণ ‘থান্ডারবোল্টস’ সিনেমার টিম তার এ প্রস্তাবে শুরুতে কোনোভাবেই রাজি ছিল না। তিনি বলেন, লাফ দেওয়ার পর তিনি ৩ ঘণ্টা ঘুমিয়েছিলেন। কারণ তার মাথাটা ‘ভার ভার’ লাগছিল।

পিউ বলেন, তারা চেয়েছিলেন ‘ডাবল বডি’ ব্যবহার করতে। আমি স্টান্টের সাহায্য নিতে চাইনি। দৃশ্যটি নিজে করতে কেভিন ফাইগিকে (মার্ভেল প্রেসিডেন্ট) একের পর এক মেইল করেছি।

অভিনেত্রী বলেন, আমার যুক্তি ছিল— নারীরা যদি এমন লাফ দিয়ে গিনেস বুকে নাম তুলতে পারে, তাহলে আমি কেন সিনেমায় নিজের দৃশ্যের কাজ নিজে করব না। একসময় টিম বিরক্ত হয়ে বলেছিল— ঠিক আছে, তুমি যদি উঁচু ভবন থেকে নিচে লাফ দিতেই চাও, আমরা এমন একটা ভবন খুঁজে বের করব।

এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিলব: ঘোস্ট প্রোটোকল’ সিনেমায় তারকা অভিনেতা টম ক্রুজ দুবাইয়ের বুর্জ খলিফার ওপরে উঠে স্টান্ট করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ