বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

শাহরুখকে কখনো কাশ্মীরে একা ছাড়তে চাইতেন না বাবা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বলিউড বাদশাহ শাহরুখ খানকে তার বাবা তিনটি জায়গা ঘুরে দেখতে বলেছিলেন—তুরস্কের ইস্তানবুল, ফ্রান্সের প্যারিস আর কাশ্মীর। সেই সঙ্গে অনুরোধ— প্রথম দুটো জায়গা তার ছেলে নিজের মতো করে ঘুরে দেখতেই পারে, কিন্তু কাশ্মীর নয়।

‘আমি তোমায় কাশ্মীর ঘুরিয়ে দেখাব। তুমি আমার সঙ্গে যেও’— আর্জি শাহরুখের বাবার। কারণ অভিনেতার দাদি জন্মসূত্রে কাশ্মীরি। তার বাবা তাই ভূস্বর্গকে হাতের তালুর মতো চিনতেন।

পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে বাদশাহর, যখন মঙ্গলবার সেই কাশ্মীর রক্তাক্ত। পহেলগাওঁয়ে বেছে বেছে হিন্দুদের হত্যা করল সন্ত্রাসবাদীরা। গতকাল বুধবার শোকবার্তায় তাদের আত্মার শান্তি কামনা করলেন শাহরুখ খান। স্মরণ করলেন মনে করলেন বাবাকে।

মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবার ইচ্ছা পূরণ করতে পারেননি তাই। আর তাই ২০১২ সাল পর্যন্ত কাশ্মীরে পা রাখেননি। তিনি বলেন, কত বার বন্ধুরা ডেকেছে। আমার পরিবার ছুটিতে কাশ্মীর বেড়াতে গেছে। অনেক সময় শুটিংয়ের সুযোগও এসেছে। আমি বাকি দুটো জায়গা ঘুরেছি। কেবল কাশ্মীর ছাড়া। বাবা নেই যে আর, কার সঙ্গে কাশ্মীর যাব? ওখানে গেলে বাবাকে মিস করব। বাবার জীবনের অনেকটা উপত্যকায় কেটেছে।

২০১২ সালে যশ চোপড়া বানান ‘যব তক হ্যায় জান’। প্রযোজককে তিনি বাবার মতোই সম্মান করতেন, ভালোবাসতেন। তাই যশ যখন তাকে বলেছিলেন— আমার সঙ্গে চলো। আমি তোমায় কাশ্মীর দেখাব, না করতে পারেননি তিনি।

শাহরুখ বলেন, সেই প্রথম আমার কাশ্মীর যাওয়া। সেই প্রথম ভূস্বর্গের সৌন্দর্যের সঙ্গে পরিচয়। ওখানে পা দিয়েই মনে হচ্ছিল, যেন বাবার কাছে এলাম। বাবাও তো ছেলেবেলায় এখানে ঘুরে বে়ড়াতেন।

একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, যশ চোপড়ার সঙ্গে উপত্যকা ঘুরে দেখতে দেখতে তার মনে হয়েছিল, বাবা প্রযোজকের রূপ ধরে তাকে কাশ্মীর চেনাচ্ছেন।

যে জায়গার সঙ্গে অভিনেতার পারিবারিক সম্পর্ক, আত্মিক টান, সেই জায়গায় এত নৃশংসতা তাকে ক্ষুব্ধ করেছে। একই সঙ্গে যন্ত্রণাও পাচ্ছেন অভিনেতা। সেই দুঃখ, সেই হতাশা প্রকাশ করার ভাষা নেই তার। তিনি তাই ঈশ্বরকে স্মরণ করেছেন। আগামী দিনে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, প্রার্থনা তার। যারা অসময়ে চলে গেলেন, তাদের পরিবারকেও সান্ত্বনা জানিয়েছেন বলিউড বাদশাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ